বাকস্বাধীনতা বাছবিচার

বাকস্বাধীনতা কী, অন্তত কাগজে-কলমে, আমরা অনেকেই হয়তো জানি। কিন্তু এর সীমা-পরিসীমা কতটুকু, বাকস্বাধীনতা ও ঘৃণামূলক বক্তব্যের মধ্যে সীমারেখাটা ঠিক কোনখানে টানা হবে, এর পরিণতি কী হতে পারে— তার একটা রূপরেখা নির্মাণের চেষ্টা এই লেখাটা। ‘তুমি যা বলছো আমি তার সাথে একমত নই, কিন্তু তোমার সে কথা বলার অধিকার রক্ষার জন্য আমি আমার জীবন দিয়ে […]