প্রায়ই আলাপে কোনো কিছু মিলে গেলে আমরা বলি ‘সেমসেম’। ইংরেজি ‘সেইম’ বা বাংলায় ‘অভিন্ন’ বোঝাতে সেমসেম কথাটা বাংলাদেশে কথ্যভাষায় প্রচলিত। বহুবর্ণীল বৈচিত্র্য ও ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই আসলে যে মানবিক দিক দিয়ে একই রকম— এমন ভাবনার প্রকাশ অভিব্যক্তিটিতে আছে। মানবিক সমতাকে কেন্দ্রে রেখেই ঠিক করা হয়েছে ‘সেমসেম’ নামটি।
সেমসেম একটি বাংলাদেশি মিডিয়া প্ল্যাটফর্ম। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ, মত ও পথের মানুষদের গঠনমূলক বাহাসের একটি কমন পরিসর সেমসেম প্রকাশ করে চিন্তাশীল কিন্তু চিত্তাকর্ষক ভঙ্গির লেখা। সেমসেম চায় এমন লেখা পাবলিশ করতে, দুদিন পরে ট্রেন্ডিং ইস্যু চলে গেলেও যে লেখা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে না; বিশ্বাস করে আইডিয়ার মিথস্ক্রিয়ায়, চায় চিন্তা, যুক্তি ও বাহাসের কালচারকে উস্কে দিতে।
সেমসেম মননশীল, চিন্তাশীল অথচ চিত্তাকর্ষক বাহাসের গঠনমূলক কালচারকে তুলে ধরতে লং ফর্ম লেখা
বাহাস ও ভাবনাজাগানিয়া লেখার সঙ্গে থাকতে আর সেমসেম-এর নির্বাচিত লেখার সাপ্তাহিক ফ্রি নিউজলেটার পেতে সাইন আপ করুন