আমাদের মূল্যবোধের মূল্য 

Alexander-Prescott-Couch-1440x960
আলেকজান্ডার প্রেসকট-কাউচ
দার্শনিক

হিউম্যান, অল টু হিউম্যান (১৮৭৮) গ্রন্থে ফ্রেডরিক নিৎশে লিখেছিলো ‘সকল দার্শনিকের ব্যর্থতার মূল উৎস হলো একটা জোরালো ইতিহাসবোধের ঘাটতি।’ দার্শনিকদের মধ্যে ইতিহাসবোধের ঘাটতি থাকার অভিযোগ নিৎশে তুলেছে, তা উনিশ শতকের কিছু চলতি প্রবণতারই প্রতিধ্বনি। আঠার শতককে যদি বলা হয় ‘দার্শনিক’ তবে তার তুলনায় উনিশ শতককে বলা চলে একটা ‘ঐতিহাসিক শতক।’ কেননা এই শতকে মানুষের যুক্তিবুদ্ধি বিষয়ক গভীর অনুসন্ধান পথ করে দিয়েছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনাক্রম কীভাবে ভাষা, সংস্কৃতি ও নৈতিক চিন্তাকে প্রভাবিত করে সে বিষয়ে আরো খতিয়ে দেখার।         

উনিশ শতককে আবার ‘তুলনামূলক ভাষাতত্ত্বের শতকও’ বলা যায়। তুলনামূলক ভাষাতত্ত্ব (Philology) হলো বিভিন্ন লিখিত নথির উৎস, তাদের ভাষাগত বৈশিষ্ট্য, গ্রহণযোগ্যতার ইতিহাস এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট বিষয়ক গভীর অধ্যয়ন। আজকের দিনে এ শব্দটা বেশ সেকেলে মনে হয়। শুনলেই মনে হয় ধূলাজমা পুরানো বই মুখস্থ করে এসে কেউ উৎসকেন্দ্রিক খুঁতখুঁতে সমালোচনা করছে। কিন্তু উনিশ শতকের জার্মানিতে তুলনামূলক ভাষাতত্ত্ব জ্ঞানের অন্যতম প্রধান শাখা হিসেবে গণ্য হতো। তার প্রধান কারণ ছিল খুব অল্প সময়ের মধ্যে নতুন নতুন পদ্ধতির উদ্ভাবনের কারণে প্রাচীন ও পবিত্র গ্রন্থগুলি বোঝাপড়ায় আমাদের মধ্যে আমূল পরিবর্তন আসে। ফলে উৎস চিহ্নিত করার জন্য বিভিন্ন নিখুঁত পদ্ধতি আবিষ্কৃত হয়, অনুমানভিত্তিক প্রকল্পগুলো নিরুৎসাহিত হয়। ভাষাকে কেন্দ্র করে আরো বিস্তৃত তুলনামূলক অধ্যয়নের সূত্রপাত ঘটে। এসব প্রকরণ ও পদ্ধতি ছিল মোটাদাগে বেশ পান্ডিত্যপূর্ণ, এমনকি কখনও কখনও পাণ্ডিত্যবাদীও ছিল। তবে এসবের প্রয়োগের সাংস্কৃতিক প্রভাব এতটাই জোরালো ছিল যে একাডেমিক জার্নালগুলো ছাড়াও তা গণচৈতন্যের অংশ হয়ে যাচ্ছিল।  


চলতি এই চিন্তাগুলোকে যুবক বয়সেই  নিৎশে আত্মস্থ করে নিয়েছিল। নিৎশে ছিল সকল বিষয়ে পারদর্শী এক মেধাবী ছাত্র (তার দূর্বলতা ছিল শুধু অঙ্কে)। ফলে মাত্র চৌদ্দ বছর বয়সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল স্কুল্পফোর্টায়, যা মানবিক বিষয়গুলির জন্য জার্মানির সবচেয়ে সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের একটি। উঠতি শিক্ষক ও বুদ্ধিজীবীদের জন্য প্রস্তুতিপর্ব হিসেবে এ  বিশ্ববিদ্যালয়ে ধ্রুপদী প্রাচীন ইতিহাস ও সাহিত্য বিশেষভাবে পড়ানো হতো। নিৎশে ল্যাটিন ও গ্রিক ভাষায় ভালোমত শিক্ষাগ্রহণ করেছিল, ভলতেয়ার ও সিসেরোর ঐতিহাসিক লেখাগুলো ভালোমত পড়েছিল। নিজে এরমানারিখের আখ্যান ও গ্রিক কবি থিয়োগনিসের উপর তুলনামূলক ভাষাতাত্ত্বিক সন্দর্ভও লিখেছে।    

তার এই ভাষাতাত্ত্বিক শিক্ষা কেবল দ্য বার্থ অফ ট্র‍্যাজেডি(১৮৭২) মত তার শুরুর দিককার রচনার উপরেই ছাপ রেখেছে তা নয়, নৈতিকতা ও নৈতিক মনস্তত্ত্বের উপর তার পরবর্তী রচনাগুলোর মধ্যেও এর প্রভাব টের পাওয়া যায়। দার্শনিক দিক দিয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অন দ্য জিনিওলজি অফ মোরালিটি (১৮৮৭) বইটার গুরুত্ব ও তার দর্শনের ব্যুৎপত্তিগত পদ্ধতির স্বরূপ বুঝতে হলে তার এই তুলনামূলক ভাষাতাত্ত্বিক তালিমের বিষয়টি আমলে নিতেই হবে।   

অন দ্য জিনিওলজি অফ মোরালিটি বেশ দুরূহ বই। নৈতিক দর্শনের ধ্রুপদী কিছু বিষয় মোকাবেলা করতে চেয়েছে এই বই। যেমন শুভ-অশুভের ধারণা, স্বাধীন ইচ্ছা, নৈতিক দায়-দায়িত্ব, অনুতাপ ইত্যাদি। তবে এই বিষয়গুলো নিয়ে সে প্রচলিত দার্শনিক ধারায় অনুসন্ধান চালায়নি—উদাহরণস্বরূপ, যখন নিৎশে জিজ্ঞেস করে ‘কোনটা ভালো?’  বা ‘আমাদের কি স্বাধীন ইচ্ছা আছে?’ তখন সে খুব ঐতিহাসিক কায়দায় এ প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করে, শুভ-অশুভ, সন্তাপ, স্বাধীন ইচ্ছার ধারণাগুলোর উদ্ভব কোথা থেকে হলো সে বিষয়ে আলোচনা করে।     

এ-জাতীয় ঐতিহাসিক প্রশ্নের উত্তরে নিৎশে যা বলেছে তা, কমিয়ে বললেও, ছিল অত্যন্ত বিতর্কিত। অযথাই তো নিজেকে সে ডাইনামাইট বলে ডাকতো না। যেমন, নিৎশে যুক্তি দিয়ে দেখিয়েছিল যে সমকালীন পাশ্চাত্যে সাম্য ও মানবতার যত ধারণা আছে সবই এক প্রকার ‘দাস নৈতিকতা’ যার উদ্ভব হয়েছিলো যাজকবর্গের প্রতি হতাশা ও অসন্তোষ থেকে। এই দাস নৈতিকতা ছিল মূলত প্রভু নৈতিকতারই একটি প্রতিক্রিয়া। নিৎশের মতে ‘প্রভু নৈতিকতা’ হলো এমন কতগুলো নৈতিক উপাদান যা মহত্ত্ব, সুস্বাস্থ্য, সামাজিক স্তরের প্রতি শ্রদ্ধা ইত্যাদিকে মহিমান্বিত করে। এই প্রভু নৈতিকতা ক্ষমতাকে মহিমান্বিত করে আর যাজকবর্গের ধর্মীয় নেতাদের ভীরুতা ও পুঁথিগত জ্ঞানকে খাটো করে দেখে। 

নিৎশের মতে, এই প্রভু নৈতিকতার প্রত্যুত্তরে ধর্মগুরুরা একটা নতুন মূল্যায়ন-কাঠামো (Evaluative Framework) উদ্ভাবন করে যাতে করে তারাই সর্বোচ্চ স্তরে অবস্থান করে—এই কাঠামো অনুসারে আগ্রাসী মনোভাবকে খারাপ এবং ভীরুতা ও পরোপকারকে ভালো হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তারা পুনর্মূল্যায়ন দাঁড় করালো। এই নৈতিক পূর্বানুমানগুলি পরে একসময় নিচুতলার দাসেরা আত্মস্থ করে নেয়। ফলে নিজেদের নিচু অবস্থানকেই তারা মহীয়ান করে তোলে, এবং নিজেদের অক্ষমতাকেই পুনর্মূল্যায়নের মাধ্যমে স্বেচ্ছায় বরণ করে নেয়। অর্থাৎ, নিৎশের নজরে, আমাদের মৌলিক নৈতিক অবস্থানের অনেকগুলোই আসলে জন্মেছে প্রাচীন অবস্থানগত লড়াইয়ের গর্ভ থেকে।           

নিৎশের এই ব্যুৎপত্তিগত অনুসন্ধানের ব্যাপারে অনেক পাঠক যে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি তা হলো এইসব ঐতিহাসিক দাবির সাথে দার্শনিক প্রশ্নের সম্বন্ধটা ঠিক কী। নিৎশে উল্লেখ করেছিল যে তার লক্ষ্য হচ্ছে ‘সকল মূল্যবোধের পুনর্মূল্যায়ন’, কিন্তু তার বিশ্লেষণের ক্ষেত্রে এই ঐতিহাসিক নজিরগুলো কীরকম অবদান রাখবে বা রাখতে পারবে তা অতটা স্পষ্ট না। ইতিহাসের দিকে নজর ফেরানোতে মনে হতে পারে নিৎশে কেবল নৈতিক দর্শনের বিষয়ের ক্ষেত্রে পরিবর্তন আনতে চাইছে। অনেকটা সেই পুরান প্রবাদের মত যা বলে যদি যা নিয়ে কথা হচ্ছে তা তোমার পছন্দ না হয়, তাহলে আলাপের বিষয়ই বদলে ফেলো। কেননা যত যাই হোক, নৈতিক মূল্যবোধের প্রকৃতি, মূল্য ও কর্তৃত্বের ব্যাপারে দার্শনিক প্রশ্নগুলোর চাইতে সে মূল্যবোধের উদ্ভব কোথা থেকে হলো সেই প্রশ্ন ভীষণ আলাদা। নিৎশে যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে ইতিহাসের ব্যবহার করতে যায়, তাহলে মনে হতে পারে সে একটা ফ্যালাসির ব্যবহার করছে, যাকে বলে ‘ব্যুৎপত্তিগত ফ্যালাসি’।’ কোনো কিছুর উৎসস্থল খারাপ প্রমাণ করা গেলেই যে বস্তুটা নিজেও খারাপ তা প্রমাণিত হয় না। কোনো কিছুর উৎস বা অতীতের বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্তমানে তার মূল্যায়ন করতে গেলে এই ফ্যালাসি হয়। যেমন ধরুন, আপনার এক বন্ধু হঠাৎ এসে বললো, আপনার বিয়ের আংটি পরবেন না কেননা আগেকার দিনে মহিলারা যাতে স্বামীর কাছ থেকে পালিয়ে না যেতে পারে সেজন্য গোড়ালিতে যে শেকল পরানো হতো তারই প্রতীক রূপে বিয়ের আংটি এখনো টিকে আছে। বিয়ের আংটির যদি এমন বাজে ইতিহাস থেকেও থাকে, সেই ইতিহাসের কারণে এটা প্রমাণিত হয় না যে এখন আর এটা পরা যাবে না। নিৎশে যখন খ্রিষ্টীয় নৈতিক মূল্যবোধগুলিকে তাদের উৎসকাহিনী ধরে বিচার করার দাবি তোলে, তখন আমাদের সন্দেহ জাগতেই পারে সেও একই রকম কুযুক্তি অবলম্বন করছে কিনা।          

এই ব্যুৎপত্তিগত ফ্যালাসির শিকার হওয়া নিয়ে যে দুশ্চিন্তা, তাতে নৈতিক দর্শনের ইতিহাসবোধের ঘাটতি আরো প্রকট হয়। কোনো কিছু উৎসগত দিক দিয়ে খারাপ তা প্রমাণ করা গেলেই সেই জিনিসটাও খারাপ তা প্রমাণিত হয় না, এটা আগেই উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। আবার আমাদের মূল্যবোধগুলোর মূল্যায়নের জন্য তাদের উৎস বিবেচনা করাও অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। আমাদের নৈতিক বিশ্বাস ও চর্চার মূল্যায়নের জন্য শুধু তাদের পক্ষের ও বিপক্ষের যুক্তিগুলো দেখলেই হয়ে যায়; সেসবে আমাদের বিশ্বাস করার মূল কার‍ণগুলো খতিয়ে না দেখলেও চলে। যেমন, সাম্যবাদের সমালোচনা করতে হলে আমাদের উচিত সাম্যবাদের বিরুদ্ধে কীরকম আপত্তি উঠতে পারে সেগুলো বিবেচনায় আনা। যেমন, একটি পয়েন্ট হলো যে সাম্যবাদ সকল মানুষকে নিচের পর্যায়ে নেমে আসতে বলে, মানবের প্রতিভার সর্বোচ্চ শিখরে পৌঁছতে বাধা দেয়, অথবা নৈতিক চিন্তার ভিন্নতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে না। এসব সমালোচনার কথা যখন কেউ মাথায় আনবে, তখন মনে হতে পারে এরকম সমালোচনার জন্য এই মূল্যবোধের ইতিহাস ঘেটে দেখার তেমন কোনো দরকার নেই। যদি দাবিগুলো সত্য হয়, তাহলে তো ইতিহাসকে অগ্রাহ্য করেই তো নৈতিক দর্শন চলতে পারে: নৈতিক দর্শনের লক্ষ্য যদি হয় আমাদের মূল্যবোধের পুঙ্খানুপুঙ্খ পুনর্মূল্যায়ন, আর তা করার ক্ষেত্রে যদি তাদের উৎসের কাহিনি জরুরি বা পর্যাপ্ত কোনোটাই না হয়, তবে নৈতিক দর্শনে এইসব উৎসের কাহিনি আদৌ প্রাসঙ্গিক না।  

নিৎশের কাছে এ ধরণের যুক্তি ত্রুটিপূর্ণ মনে হয়েছে। যদিও তার সেই মনে হওয়ার ব্যাপারে পণ্ডিতমহলে বিতর্ক রয়েছে। তার ঐতিহাসিক পর্যালোচনার ব্যাপারে দুইরকম বোঝাপড়া রয়েছে: হয় সে মনে করতো ঐতিহাসিক বাস্তবতা কোনো নৈতিক ধারণার ন্যায্যতা বা কর্তৃত্বের প্রশ্নে সরাসরি প্রাসঙ্গিক, নয়তো সে মনে করতো যে ঐতিহাসিক বাস্তবতা পরোক্ষভাবে হলেও এটা প্রমাণ করতে সাহায্য করে যে আমাদের নৈতিক অভ্যাস বহুলাংশে আমাদের অবদমিত অনুভূতি দ্বারা নির্ধারিত ও তা মানুষের মহৎ অর্জনের পথে বাধা। 

আমাদের মূল্যবোধের সাথে ইতিহাস কীভাবে সরাসরি জড়িত তা বুঝতে হলে, আমাদের আগেভাগে স্বীকার করে নেওয়া ভালো যে, বহু মানবিক অনুষঙ্গের মূল্যই নির্ভর করে তাদের ইতিহাসের উপর। পিকাসোর একটি চিত্রকর্ম তার নিখুঁত রেপ্লিকার চেয়ে অনেক বেশি মূল্যবান কেননা ওগুলো পিকাসোর নিজের হাতে আঁকা, কোনো অনুকারকের নয়। আপনার পারিবারিক স্মৃতিবাহী বিভিন্ন বস্তু আপনার মনে বিশেষ স্থান অধিকার করে রাখে কেননা তা আপনার পারিবারিক ঐতিহ্যের সাথে সম্পর্কযুক্ত। আমাদের মূল্যবোধ সম্পর্কেও এটা সত্যি হতে পারে।      

উদাহরণ হিসেবে বলা যায়,  আমাদের মূল্যবোধের স্বর যদি হয় আদেশমূলক, তবে হয়তো ঐতিহাসিকভাবে সে মূল্যবোধ কর্তৃত্বের সাথে, মান্যতার সাথে জড়িত। বহু আদেশের কর্তৃত্ব নির্ভর করে আদেশদাতার কর্তৃত্বের উপর। এবং একদল প্রতিহিংসাপরায়ণ যাজক যারা নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগে তাদেরকে তো ঠিক কর্তৃত্ববাদী নির্দেশদাতা বলে মনে হয় না। আরো নির্দিষ্ট করে বললে, কারো মনে হতে পারে যে নৈতিক আদেশের কর্তৃত্ব নির্ভর করে বিশুদ্ধ যুক্তি অথবা ঈশ্বরপ্রদত্ত বাণীর উপর। কিন্তু ঐতিহাসিক অনুসন্ধানে যদি পাওয়া যায় যে এসবের উদ্ভব ভীষণ ইহলৌকিক, ‘মানবিক, খুবই মানবিক’ একটা উৎস থেকে, তবে ইতিহাস হয়তো তাদের কর্তৃত্বকে খাটো করে দেখতে পারে। যদি জানা যায় যে খ্রিষ্টীয় মূল্যবোধের উদ্ভব হয়েছে আমাদেরই অবদমিত অনুভূতি থেকে, তবে আমাদের নজরে আজ তার মূল্য অনেকটাই খর্বিত হয়। একইভাবে, তুলনামূলক ভাষাতাত্ত্বিক গবেষণা থেকে যদি বাইবেলের ইহলৌকিক উৎসের ছাপ খুঁজে বের করা যায়, তাহলে বাইবেলের নৈতিক বাণীগুলো যে যীশু ও ঈশ্বরের কাছ থেকে আসেনি তা প্রমাণিত হলে সেই বাণীগুলোর ওজন আমাদের কাছে কমে যায়।     

আরও একভাবে আমাদের নৈতিক মূল্যবোধের সাথে তাদের ইতিহাস সরাসরি জড়িত। আমার কোনো এক নৈতিক বিশ্বাসে ফাটল ধরতে পারে যদি আমি জানতে পারি যে, যে প্রক্রিয়ায় আমি সেই বিশ্বাসটি গ্রহণ করেছিলাম সেটাই বিশ্বাসযোগ্য নয়। ধরা যাক, আমি একটা গুজবে বিশ্বাস করি যে আমার দাদা গীর্জার দানবাক্স থেকে টাকা-পয়সা চুরি করতো, এবং এই তথ্য আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। কিন্তু তারপর আমি একদিন জানতে পারলাম যে আমার বাবা এই তথ্য পেয়েছিল আমার ভাইয়ের কাছ থেকে, যে কুখ্যাত মিথ্যুক এবং ধর্মীয় জোরজবরদস্তির উপর ভীষণ বিরক্ত। ফলে যেহেতু আমার এই বিশ্বাসটার সূত্র গিয়ে ঠেকেছে একটা অবিশ্বাসযোগ্য উৎসে, ফলে যৌক্তিকভাবে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে আমার এই বিশ্বাসের কোনো ন্যায্যতা নেই। যদি নৈতিক বিশ্বাসগুলোর উৎস হয় অবদমিত অনুভূতি, তবে স্বাভাবিকভাবে তাদের ন্যায্যতার উপরেও প্রশ্ন চলে আসে। একইভাবে, হতে পারে আমাদের নৈতিক বিশ্বাস আমরা পেয়েছি আমাদের বাবা-মা’র (এবং বৃহত্তর সংস্কৃতির) কাছ থেকে, তারা আবার সেই বিশ্বাসগুলো পেয়েছিল তাদের বাবা-মা’র (এবং বৃহত্তর সংস্কৃতির) কাছ থেকে। এভাবে পিছনে যেতে যেতে মূল উৎস হিসেবে পাবো একদল প্রতিহিংসাপরায়ণ যাজকদলকে। কিন্তু প্রতিহিংসাপরায়ণ যাজকরা যদি নৈতিক সত্যের ভরসাযোগ্য কাণ্ডারি না হন, তবে তো আমাদেরকে বাবা-মা’র কাছ থেকে পাওয়া আমাদের শিক্ষা ও নৈতিক বিশ্বাসগুলোকেও অস্বীকার করতে হবে। ফলে নিৎশের ঐতিহাসিক গল্প আমাদের লালিত অনির্ভরযোগ্য বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করার মত তথ্য হাজির করে এনে আমাদের ভ্রমগুলো ভেঙে দিতে পারে।   

নৈতিক দর্শনের ক্ষেত্রে ইতিহাসের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে দার্শনিকরা প্রায়ই ন্যায্যতার ও কর্তৃত্বের প্রশ্ন তোলেন। হতে পারে নিৎশে এমনই কিছু করতে চাইছিলেন। কিন্তু আমপাঠক ও ভাষ্যকাররা নিৎশের লেখার মর্ম হিসেবে যা ধরে এসেছেন তার সাথে এই পাঠ পুরোপুরি মেলে না। যেমন, স্নাতকের ছাত্ররা যখন এই ব্যুৎপত্তিগত পাঠের সাথে পরিচিত হয়, তখন তারা ধরে নেয় যে নিৎশের ইতিহাসপাঠ মোতাবেক সদ্গুণ, শুভবোধ ও ন্যায়ের ধারণার উৎস আমরা যতটা নির্দোষ বলে মনে করি ততটা না – বরং এই ধারণাগুলো কোনো-না-কোনোভাবে নীচ প্রতিশোধস্পৃহা, আত্মম্ভরিতা এবং ক্ষমতাবান ও উচ্চকোটির লোকেদের প্রতি অবজ্ঞা থেকে উদ্ভূত। তবে এখানে যাজক, যোদ্ধা ও দাসেদের স্বার্থ ও উদ্দেশ্যের ব্যাপারে নিৎশে যে 

দাবিগুলো উত্থাপন করছেন সেটাই বেশি মনোযোগের দাবি করে, সেই সত্তাগুলো কেউ যে ঐশী কর্তৃত্বধারী বা নির্ভরযোগ্য নয় সেটা অত গুরুত্বপূর্ণ কিছু না।   

মূল্যবোধের উপর নিৎশের পর্যালোচনায় এসব স্বার্থ ও উদ্দেশ্য কীরকম ভূমিকা পালন করে? হয়তো নিৎশে ধরে নিচ্ছে যে নৈতিক ধ্যানধারণাগুলোর উৎস যদি হয় অবদমিত অনুভূতি, তাহলে তাতে সরাসরি সেই মূল্যবোধগুলো প্রশ্নবিদ্ধ, এমনকি যদি এখন আর সেসব ধারণা পোষণকারীরা একই উদ্দেশ্য দ্বারা চালিত নাও হয়। কিন্তু নিৎশের এমন কোনো পূর্বানুমান রাখার প্রয়োজনও নেই। খুব সম্ভবত নিজের ঐতিহাসিক আখ্যানটা নিৎশে আরো পরোক্ষভাবে প্রাসঙ্গিক মনে করে, বর্তমান সমাজেও একইরকম মনস্তাত্ত্বিক গতিবিধির প্রমাণ হিসেবে। এই দিক দিয়ে দেখলে, নৈতিকতার পর্যালোচনার জন্য ব্যুৎপত্তিগত অধ্যয়ন এজন্যেও প্রাসঙ্গিক যে তা প্রমাণ করে যে আমাদের সমকালীন নৈতিক মূল্যবোধের মধ্যেও আপত্তিকর বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ঐতিহাসিক কিছু না, যেমন উদ্দেশ্যের অসততা।  

গৃহীত অনেক নৈতিক ধ্যান-ধারণার উদ্দেশ্য যে প্রশ্নবিদ্ধ সেটা মানুষকে খাওয়ানো কঠিন কিছু না। বিশেষত আধুনিক ইন্টারনেট সংস্কৃতির কল্যাণে তা আরো সহজ। সে ক্ষেত্রে এই পর্যবেক্ষণের জন্য এত ইতিহাস ঘাটানোর দরকারটা কী তাও ভাবা যেতে পারে। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত, নিৎশের ইতিহাসপাঠের মাধ্যমে আমাদের সামনে এইসব মিথস্ক্রিয়া খুবই সরল ও অনাবৃত রূপে হাজির হয়। বর্তমান নৈতিকতার ধারণায় অনেক জটিলতা ও ব্যাখ্যা হাজির আছে। যদি একবার অতীতের দিকে ঘুরে তাকাই, তাহলে এমন অনেক মনস্তাত্ত্বিক গতিবিধি আমাদের নজরে পড়বে যা এখন ঢাকা পড়ে গেছে। নিৎশের পাঠে, ইতিহাসকে ব্যবহার করা হয়েছে বর্তমানের মুখোশ খুলে ফেলার জন্য।  

দ্বিতীয়ত, অতীতের ঘটনাবলি নিরীক্ষণে আমাদের ব্যক্তিগত ও অনুভূতিগত সংশ্লিষ্টতা কম থাকে, ফলে অতীতের ব্যাপারে আরো নির্মোহ ও বাস্তবিক একটা দৃষ্টিভঙ্গি অর্জন করা সহজ হয়। আমাদের রাজনৈতিক বিশ্বাসগুলো উদ্দেশ্যগতভাবে যে অবদমিত অনুভূতি দ্বারা চালিত তা ভেবে হয়তো আমাদের ভীষণ রাগ উঠবে, কিন্তু সময়ের দিক দিয়ে যারা এখন থেকে অনেক দূরে অবস্থান করে তাদের মধ্যে এই প্রবণতাগুলো চিহ্নিত করা আমাদের জন্য আরো সহজ, এবং তারই জের ধরে নিজেদের মধ্যেও সেই প্রবণতাগুলো আমরা চিনতে পারি। একটা জোরালো ইতিহাসবোধ আমাদেরকে আকাশ-কুসুম স্বপ্ন দেখার হাত থেকে রক্ষা করে।  

এই বিষয়গুলো নিৎশের চিন্তাকাঠামোর একটা গুরুত্বপূর্ণ ধারা তুলে ধরে। কিন্তু পরোক্ষ প্রমাণ হিসেবে নিৎশে যেভাবে ইতিহাসকে ব্যবহার করেছে সেভাবে গ্রহণ করার কিছু চ্যালেঞ্জ রয়েছে। ইতিহাসের এমন ব্যাখ্যা অতীতকে কেবল বর্তমানের একটা সরলীকৃত সংস্করণ হিসেবে দেখে, বর্তমান সমাজের থেকে যার পার্থক্যগুলো অত গুরুত্বপূর্ণ না। ফলে, এই ইতিহাসবাদের নজরে আমাদের সামাজিক অভ্যাসের জন্য ইতিহাসে যেসব তাৎপর্যপূর্ণ বাঁক ও পরিবর্তন হয়েছিল সেগুলোকে উপেক্ষা করে। নিৎশের এই ব্যুৎপত্তিগত হিসাব-নিকাশই যদি পুরো গল্পটা হতো, তাহলে মনে হতে পারতো যে খোদ নিৎশের ইতিহাসবোধেই ঘাটতি আছে। এসব ইতিহাসবাদী পূর্বানুমানকে নিৎশের ব্যুৎপত্তিগত বোঝাপড়া কীভাবে গ্রহণ করে তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে নিৎশের নিজের এই ব্যুৎপত্তিগত পাঠের ব্যুৎপত্তির দিকে। অর্থাৎ, আমাদের ফিরে যেতে হবে তুলনামূলক ভাষাতত্ত্বের জায়গায়।    

গভীরভাবে ভাষাতত্ত্বকে অবলম্বন করা গেলে তা কেবল অতীত বিচরণেই সাহায্য করে না, বরং সক্রিয়ভাবে ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখে 
অলঙ্করণঃ রাজিব কান্তি রায়


নিৎশের সময়ে তুলনামূলক ভাষাতাত্ত্বিকদের মূল আগ্রহের জায়গা ছিল প্রাচীন ও পবিত্র গ্রন্থগুলো কতটা জটিল কাঠামোর অংশ, এবং বহুবিধ পরস্পরবিরোধী উৎস থেকে নানানরকমের উপাদান একসাথে এইসব গ্রন্থে এসে মেশে সে ব্যাপারে অনুসন্ধান করা। যেমন, জুলিয়াস ওয়েলহাউসেন যুক্তি দিয়ে দেখিয়েছিল যে হিব্রু ভাষার বাইবেল, পেন্টাটিউখ একটা মানব-নির্মিত গ্রন্থ এবং একে ভাঙলে চার রকমের স্বতন্ত্র উৎস হতে প্রাপ্ত গ্রন্থের হদিস পাওয়া যায়। আর এর প্রতিটিরই উদ্ভব হয়েছে মোজেসের আমলের অনেক পরে (কিন্তু মনে করা হতো মোজেসই সে বাইবেলের একমাত্র রচয়িতা, ঈশ্বরের গোস্টরাইটার)। এই উৎসগত পর্যালোচনার কল্যাণে আমরা এখন হিব্রু বাইবেলকে একটা একক গ্রন্থ হিসেবে দেখার বদলে ভিন্ন ভিন্ন উপাদান ও ইতিহাসের একটি সংকলন হিসেবে দেখতে পারি। এই তথ্যটি পাওয়ার কারণে এখন আমরা বাইবেলকে একটা অখণ্ড ধর্মতত্ত্ব হিসেবে দেখতে নিরুৎসাহিত হই। ফলে বাইবেলের পর্যালোচনার ক্ষেত্রে ধর্মতাত্ত্বিক নজরটা একটু সরিয়ে রাখতে পারি।    

 

কিশোর বয়সেই স্কুল্পফোর্টায় পড়ার কল্যাণে নিৎশে প্রাচীন গ্রন্থগুলোর প্রতি এই উদার ভাষাতাত্ত্বিক পন্থার সাথে পরিচিত ছিল। যেমন, তার শিক্ষক ফ্রেডরিখ অগাস্ট কোবেরস্টাইন (যে নিজেও একজন শ্রদ্ধেয় পণ্ডিত ও ইতিহাসবিদ) তাকে বুদ্ধি দিয়েছিল চতুর্থ শতকের অস্ত্রোগথ রাজা এরমানারিখের ব্যাপারে একটা কবিতার উপর গবেষণা করার। কবিতাটা অত্যন্ত গোলমেলে, কেননা কিছু অংশে এরমানারিখকে একজন মহান বীর হিসেবে দেখানো হয়, আবার অপর কিছু অংশে তাকে দেখানো একজন ভীতু হিসেবে যে নিজের স্ত্রীকে হত্যা করেছে। পাঠকের এরমানারিখের ব্যাপারে কী ভাবা উচিত তা ঠিক স্পষ্ট না। একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করে নিৎশে দেখিয়েছিল যে কবিতাটার মধ্যকার এই স্ববিরোধের কারণ হলো এই কবিতার কোনো একক রচয়িতা নেই, বরং নানান উৎস থেকে এই কবিতার উদ্ভব হয়েছে। নিকট প্রাচ্য, জার্মানি, ডেনমার্ক ও ব্রিটেনের নানান অংশ থেকে আসা বহু বিভিন্ন অনুষঙ্গ মিশে তৈরি হয়েছে বহু স্তরপূর্ণ এই কবিতাটি।

বিভিন্ন গ্রন্থের প্রতি এই উদার দৃষ্টিভঙ্গি সমকালীন নীতিবোধের ব্যাপারে নিৎশের চিন্তাকে মদদ জুগিয়েছে। জিনিওলজি গ্রন্থের মুখবন্ধে নিৎশে নীতিবোধকে বলেছে ‘দীর্ঘ, অর্থোদ্ধারে জটিল এক চিত্রিলিপিতে লেখা’। আমাদের বর্তমান নৈতিক মূল্যবোধগুলিতে নজর দিলে দেখা যায় সেখানে দৃশ্যত কিছু মৃদু বিরোধ আছে। যেমন অনেকেই মনে করে মানুষের চমৎকার কোনো অর্জনের বিনিময়ে বিশেষ কিছু প্রতিদান ও সম্মান তার প্রাপ্য, এবং একইসাথে মানুষ মনে করে কেবল কোনো বড় অর্জনের বিনিময়েই মানুষের বিশেষ প্রতিদান পাওয়া উচিত। কিন্তু বেশিরভাগ সময়ই বড় অর্জনগুলো আসে কিছু সহজাত প্রতিভার কারণে যা সেই ব্যক্তির অর্জন করতে হয়নি। ফলে এই চিন্তার মধ্যে একটা স্ববিরোধ আছে। নৈতিক দর্শনের একটা প্রধান কাজই হলো আমাদের স্বজ্ঞালব্ধ এইসব ধারণার মধ্যকার স্ববিরোধগুলো খুঁজে বের করে তার নিষ্পত্তির পথ বের করা। ধর্মতাত্ত্বিকদের বাইবেল পাঠের একটা অংশ যেমন বাইবেলের মধ্যকার প্রকাশ্য ও অপ্রকাশ্য ধর্মতাত্ত্বিক দাবিগুলোকে শনাক্ত করা, তাদের মধ্যকার বিরোধগুলো বের করা ও তা সমাধানের চেষ্টা করা।        

তবে নিৎশের ধর্মতাত্ত্বিক নজর একটু আলাদা। ওয়েলহাউসেন হিব্রু বাইবেলের যেরকম ঐতিহাসিক পাঠ হাজির করেছিল, একইভাবে নিৎশে আমাদের নৈতিক কাঠামোর বিভিন্ন অংশের নানান ভিন্ন উৎস তদন্ত করে বের করতে চেয়েছিল। এর শুদ্ধতাবাদী অংশগুলো আসে যোদ্ধাদের কাছ থেকে, সাম্যবাদের বাণীগুলো আসে যাজকবর্গ ও দাসবর্গের কাছ থেকে, এবং আমাদের নৈতিক কাঠামোর আরো যেসব অংশ আছে – যেমন পূর্বজদের প্রতি শ্রদ্ধা – সেগুলোরও আলাদা উৎস আছে। এমন না যে এখানে অনেকগুলো ভিন্ন ধারা এসে একসাথে মিশেছে, বরং আমাদের হাতে আছে একটা বিধানলিপি, সময়ের সাথে সাথে যার বহুবার পুনর্লিখন ও পুনর্ব্যাখ্যা হাজির হয়েছে। আর প্রতিবার এ পুনর্লিখনগুলো ঘটেছে বহুবিধ জটিল ও স্ববিরোধী উদ্দেশ্যে। নৈতিকতার প্রতি এই ভাষাতাত্ত্বিক নজর একে একই মূল্যায়ন-কাঠামোর চেয়ে একটা জটিল সন্নিবেশ হিসেবে দেখতে সাহায্য করে।  

প্রথাগত নৈতিক দর্শনের কাঠামোর চেয়ে এটা ভিন্ন কেননা এই ধারায় ‘ন্যায় কী?’ –এ জাতীয় প্রশ্নের কোনো একক অখণ্ড উত্তর খোঁজা হয় না, অন্তত যদি এর উত্তরটার আরো অনেক স্বজ্ঞাগত ধারণার সাথে খাপ খাইয়ে নেয়ার সম্ভাবনা থাকে। বরং, আমাদের নীতিবোধের মধ্যে কত ধরণের ভিন্ন ধারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত সেটাই খুঁজে বের করার চেষ্টা করা হয়, দেখানো হয় যে এর কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়তো সম্ভব না। বাইবেলকে একটা বৈজ্ঞানিক ভাষাতাত্ত্বিক নজর দিয়ে দেখতে গেলে যেমন খ্রিষ্টীয় ধর্মতাত্ত্বিক পূর্বানুমানগুলিকে উপেক্ষা করে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, কেননা পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে যে একটা একক ধর্মতাত্ত্বিক কাঠামো খুঁজে পাওয়া যাবে সে ব্যাপারেই এরা একমত হবে না। একইভাবে আমাদের নৈতিক কাঠামোকেও যখন ভাষাতত্ত্বের জায়গা থেকে দেখলে নৈতিকতার কোনো একক ধারা যেটা আমাদের সকল নৈতিক আচার ও বিশ্বাসের ব্যাখ্যা দান করবে এমন কিছুতে বিশ্বাস রাখা সম্ভব হবে না। ঐতিহাসিকের নজরে দেখলে নৈতিক দর্শনের একটা বড় অংশকে মনে হবে অমীমাংসিতব্যের মীমাংসা করার একটা কাচুমাচু ব্যর্থ প্রয়াস। প্রভু ও দাসেদের মধ্যে এর চেয়ে বড় আপস আর হয় না।                                                       

এখন নিৎশের এই ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যদি শুধু দার্শনিক পদ্ধতিতেই প্রাসঙ্গিক হতো, তাহলে বিদ্যায়তনিক তর্ক-বিতর্কের বাইরে এ ব্যাপারে কারো তেমন কোনো আগ্রহ থাকার কথা না। কিন্তু নৈতিকতার প্রতি তার এই নজর শুধু সমকালীন নৈতিক দর্শনের সমস্যাই তুলে ধরে না, আরো একটি সমস্যাও তুলে ধরে। কেননা আমাদের নীতিবোধ যে খণ্ডিত ও বিচ্ছিন্ন উৎস হতে আসে সেটাই একটা সমস্যা নিয়ে হাজির হয়। এর মানে হলো আমাদের আচরণে ধারাবাহিকতা ও কার্যকারিতা ধরে রাখা অনেক কঠিন, এবং কোনো কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অসংখ্য বিরোধী মতগুলোর মধ্যে সমন্বয় সাধনের কোনো উপায়ই নেই। অর্থাৎ আমরা নিজেদেরকে বিচার করি বেশকিছু স্ববিরোধী মানদণ্ডের নিরিখে; আবার সেই মানদণ্ডগুলো পুরোপুরি মেনে চলাও আমাদের পক্ষে কখনোই সম্ভব না। এটা আমাদেরকে নিজেদেরই বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। আমাদের ধ্যান-ধারণার মধ্যকার এইসব স্ববিরোধ ও বিচ্ছিন্নতাকে নিৎশে এক প্রকার ব্যাধি হিসেবে দেখতো, এবং তার মতে গোটা আধুনিক সমাজটাই ব্যাধিগ্রস্ত।   
 

ভাষাতত্ত্বের হাতিয়ারগুলো কীভাবে নৈতিকতার ক্ষেত্রে প্রয়োগ করা যায় তা দেখতে পেলে আরো সহজে বোঝা যাবে আমাদের সমকালীন সংস্কৃতির বিভিন্ন পরিসরেও এর প্রাসঙ্গিকতা কীরকম। যেসব নিয়ম-নীতি আমাদের সামাজিক পরিচয়ের কাঠামোকে বলবৎ রেখেছে সেগুলোর ইতিহাস ঘেটে দেখলে আমাদের পক্ষে সম্ভব হবে প্রাত্যহিক জীবনে লুকিয়ে থাকা নানা ধরণের অভ্যন্তরীণ দ্বন্দ্বের স্বরূপ উদ্ঘাটন করা। উদাহরণস্বরূপ, আমাদের লৈঙ্গিক ভূমিকার ব্যাপারে যেসব নিয়ম প্রচলিত আছে তার ইতিহাস তদন্ত করে দেখলে আমরা তার সাথে লিঙ্গের বর্তমান ধারণার মধ্যে বিভিন্ন বিরোধ খুঁজে পাওয়া যাবে। যেমন আপনি যদি একজন নারী হন, তবে আপনার একইসাথে ঘরের লক্ষ্মী ও গার্লবস হতে হবে। আবার আপনি যদি পুরুষ হন তবে আপনার একইসাথে আলফা মেইল হতে হবে আবার টক্সিক পুরুষও হওয়া যাবে না। যারা এসব পরিচয় অবলম্বন করতে চান তাদের মধ্যে এই বিরোধগুলো একটা অন্তর্নিহিত দ্বন্দ্ব সৃষ্টি করে। আর এই দ্বন্দ্ব সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা লাভ করতে পারলে এসব বিরোধী ধারণাগুলোর সমন্বয় সাধন করার ব্যর্থ ও বিরক্তিকর প্রয়াস থেকে আমরা নিজেদের বাঁচাতে পারব।      

অবশ্য বিচ্ছিন্নতা ও স্ববিরোধ মানেই যে নেতিবাচক তা কিন্তু না। নিৎশে বুঝতে পেরেছিল যে ইতিবাচক বিরোধও হতে পারে। পরবর্তীতে সাংস্কৃতিক পরিমণ্ডলে যে তাত্ত্বিকেরা এই ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করার চেষ্টা করেছে তারা এর মুক্তিকামী সম্ভাবনার দিকে বিশেষ জোর দিয়েছে। যেমন, জাতীয় ইতিহাসকে এই রকম বহুমুখী উৎস থেকে বোঝার প্রয়াস সংস্কৃতি সম্ভারের বৈচিত্র্যকে বুঝতে, মূল্যায়ন করতে সাহায্য করে, এবং সাংস্কৃতিক এককেন্দ্রিকতার সাধারণীকরণকেও টেক্কা দেয়। ‘একতা’ সকল ক্ষেত্রেই ইতিবাচক কিছু না।    

একটু পিছিয়ে দেখলে, নিৎশের ব্যাপারে যে ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হয় তা হলো তার মত স্বঘোষিত ‘ভবিষ্যতের দার্শনিক’ কেন অতীত নিয়ে এত আগ্রহী। নিৎশের ইতিহাসবোধের ইতিহাস ঘেটে দেখলেই এর উত্তর খুঁজে বের করা সম্ভব হবে। যথেষ্ট গভীরভাবে ভাষাতত্ত্বকে অবলম্বন করা গেলে তা কেবল অতীত বিচরণেই সাহায্য করে না, বরং সক্রিয়ভাবে ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখে।  

থেকে আরও পড়ুন

মন্তব্য করুন

আমাদের একে অপরকে কী দেয়ার আছে?

ম্যাচ শেষে আফগানিস্তান কোচ জনাথন ট্রট বলেন তার এই ব্যাপারে কোন ধারণাই নেই, ‘আমার কোন ধারণা নেই। কখনো কি দুটি সুপার ওভার হয়েছে? আমি এটাই বলার চেষ্টা করেছি। এটা একদমই নতুন ব্যাপার। নিয়মগুলো আমরা প্রতিনিয়ত পরীক্ষা করছি, জানছি।’

সিমু নাসের

সাংবাদিক এবং রাজনৈতিক ব্যঙ্গাত্মক

'টুয়েলফথ ফেল'কে কেন্দ্র করে মানুষের প্রতিক্রিয়া নিয়েই এই লেখা। ভারত ও বাংলাদেশে 'টুয়েলফথ ফেল' সিনেমাটির জনপ্রিয়তার একটি বড় কারণ হলো এর প্রেমকাহিনী।

ইউরোপে আসা হাজার হাজার শরণার্থী প্রত্যেকদিন বাধার সম্মুখীন হচ্ছেন—দেয়াল, বেড়া বা কাঁটাতারের মতন দৃশ্যমান বাধাই কেবল নয়, বরং তার চেয়েও সুগভীর এক প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন তারা। এই প্রতিরোধের উৎস পুরো ইউরোপ মহাদেশ জুড়ে গড়ে ওঠা জাতীয়তাবাদ এবং অভিবাসী-আতঙ্ক।  

সাম্প্রতিক কিছু ঘটনা, যেমন—ইস্তাম্বুল, প্যারিস ও অন্যান্য স্থানে ইসলামিক স্টেটের হামলা, আর সেইসাথে ইংরেজি নববর্ষের প্রাক্কালে জার্মানির কোলনে নারীদের উপর গণ-আক্রমণ—এই অপরায়নের ভিত্তিকে জোরদার করে অপরের প্রতি এই অযৌক্তিক ভীতিকে বাড়িয়ে তুলেছে। এরপর আবার আছে মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আগমন নিয়ে বিতর্ক, যে বিতর্কের ফলশ্রুতিতে দেশটির রাষ্ট্রপতি প্রার্থীর নির্বাচনী প্রচারণাতে জাতীয়তাবাদী মনোভাবও ফুটে উঠেছে।   

বর্তমানে, জার্মানি এবং অন্যান্য দেশে অভিবাসীদের জন্য দ্বার বন্ধ হচ্ছে। কিন্তু যাদের আশ্রয়ের প্রয়োজন, তাদের জন্য এই প্রতিরোধের ফলাফল কি? এই প্রতিরোধ কি আদৌ ন্যায্য? নিজেদেরকে নীতিবান দাবী করতে চাইলে এই দুঃখী ও বঞ্চিত মানুষদের জন্য কি আমাদের আরোও বেশি কিছু করা উচিত? এই ধরনের প্রশ্নের উত্তর লেভিনাসের মতন সরাসরি খুব কম দার্শনিকই দিতে পেরেছেন।   

১৯০৬ সালে লিথুনিয়ার কাউনাসে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন লেভিনাস। ১৯২৩ সালে তিনি ফ্রান্সে যান এবং ১৯২০-এর দশকের শেষের দিকে এডমন্ড হুসার্ল এবং মার্টিন হাইডেগারের অধীনে জার্মানিতে দর্শন অধ্যয়ন করেন। ১৯৩০-এর দশকে ফ্রান্সে হুসার্ল ও হাইডেগারের লেখা অনুবাদ করে নিজেকে ফেনোমেনোলজির প্রথম সমর্থকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন লেভিনাস। তবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সত্তার অর্থ অনুসন্ধানের মত দুর্বোধ্য বিষয়ের প্রতি ফেনোমেনোলজির উৎসাহ নিয়ে তার বোঝাপড়া পরিবর্তিত হয় এবং এ বিষয়ে তার আগ্রহ স্তিমিত হয়। লেভিনাসকে ১৯৩৯ সালে ফরাসি সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছিল। ১৯৪০ সালে নাৎসিরা তাকে বন্দী করে। অফিসার হওয়ার সুবাদে তাকে কনসেনট্রেশন ক্যাম্পে না পাঠানো হলেও, তার পরিবারের সকল সদস্যকে ইহুদি ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে নাৎসিরা হত্যা করেছিল। যুদ্ধের পর, লেভিনাস সবসময়ই মানুষের মধ্যে নৈতিক সম্পর্কের, অর্থাৎ অন্যদের চাহিদা এবং আকাঙ্ক্ষা পুরণের জন্য কাজ করার ক্ষমতার, সুনির্দিষ্ট উৎস বর্ণনা করার চেষ্টা চালিয়ে গিয়েছেন।

লেভিনাসের আদারওয়াইজ দ্যান বিইং-এর এপিগ্রাফে লেখা আছে: ‘জাতীয় সমাজতন্ত্রীদের (নাৎসি বাহিনী) হাতে খুন হওয়া ষাট লক্ষের মধ্যে যারা সবচেয়ে আপন ছিলেন, এবং আরো কোটি কোটি মানুষ—সব ধর্মের, সব জাতির—যারা সেই একই ঘৃণার শিকার হয়েছেন, একই ইহুদি-বিদ্বেষের শিকার হয়েছেন—তাদের সবার স্মরণে’। বইটি অপরায়নের  এসেন্স সম্পর্কে  গভীর মননশীলতার ফলাফল।  

একইসাথে বইটা সবিস্তারে এমন স্বতঃস্ফূর্ত আতিথেয়তার কথা বলে, যা আমাদের মনুষ্যত্বকে ধারণ করে। এছাড়া, লেভিনাসের অন্যান্য রচনাও আমাদেরকে জাতীয়তাবাদের প্রকৃতি ও ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করার পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আর তাদেরকে সাধ্যমত সাহায্য করার গুরুত্ব সম্পর্কে সচেতন করে। 

জাতীয়তাবাদ হলো চিহ্নিতকরণ ও পার্থক্যকরণের ফল, যা নিজেদের এবং অন্যদের মধ্যে দেখা সাদৃশ্য ও বৈসাদৃশ্য থেকে উদ্ভূত হয়। একজন আমেরিকান হিসেবে আপনি অন্যান্য অনেক আমেরিকানদের মতন একটা শৈশবই পেয়েছেন। আপনার ছোটবেলাটা সে হিসেবে বেশিরভাগ ব্রিটিশ বা ইতালীয়দের থেকে আলাদা।  ফলে, আমেরিকানদের সাথে আপনার যে মিলগুলো আপনি পান, সেগুলোকে চিহ্নিত করার মাধ্যমে, এবং সেই বৈশিষ্টগুলোর সাথে অন্যান্য দেশের মানুষের বৈশিষ্ট্যের পার্থক্য খুঁজে বের করার মাধ্যমেই অনেকাংশে আপনি আপনার নিজের পরিচয় গঠন করেন। কিন্তু, ইতিহাস থেকে আমরা জানি যে, পরিচয় গঠনের এরূপ প্রক্রিয়া চরম পর্যায়ে গেলে ফলাফল ভয়াবহ হতে পারে। 

যে বৈসাদৃশ্য বা পার্থক্যের ভিত্তিতে আমরা ‘একই’ এবং ‘অপর’-কে চিহ্নিত করি, তার মধ্যেই লেভিনাস জাতীয়তাবাদের উৎস খুঁজে পান। আর এই চিহ্নিতকরন ও পার্থক্যকরণ যদিও আমাদের ব্যক্তিগত পরিচয় গঠনে সহায়তা করে, এই প্রক্রিয়াটা ভয়ংকর বৈরিতায়ও রূপ নিতে পারে। এ বিপদ ঘটে তখন, যখন, যেই বৈশিষ্টগুলোর মিল বা অমিলের ভিত্তিতে আমরা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করি, সেই বৈশিষ্টগুলোকে আমরা সর্বজনীন পরম সত্য হিসেবে ধারণা করি। এ ক্ষেত্রে সর্বজনীন পরম সত্য বলতে বোঝানো হচ্ছে সেই অবস্থাটাকে যখন একটি গোষ্ঠীর কিছু সদস্যের একটি বৈশিষ্ট্যকে সেই গোষ্ঠীর সকলের সর্বকালীন বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়। এমনটা হয় যখন কিছু প্রচলিত ধারণা যেমন ‘আমেরিকানরা ফুর্তিবাজ’, ‘ব্রিটিশরা গম্ভীর’ এবং ‘ইতালীয়রা আবেগপ্রবণ’ একজন আমেরিকান, ব্রিটিশ বা ইতালীয় ব্যক্তির ক্ষেত্রে অসঙ্গতভাবে প্রয়োগ করা হয়।  ইতিহাস আমাদেরকে দেখায় যে, এই প্রচলিত ধারণাগুলো যখন নেতিবাচক হয়, যেমন, ‘ইহুদিরা লোভী’, ‘কৃষ্ণাঙ্গরা বিপজ্জনক’, বা ‘মুসলিমরা সন্ত্রাসী’, তখন এগুলো এই সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে অন্যায্য আক্রমণ ও বৈরিতার পেছনে সহায়ক হয়ে ওঠে। এখানে দেয়া প্রতিটি উদাহারণেই, যারা ‘অন্য’ বা ‘আলাদা’, তারা একটা বৈশিষ্ট্যের বাক্সে বন্দী হচ্ছে যা ‘তাদেরকে’ ‘আমাদের’ থেকে একেবারে ভিন্ন করে তুলছে। মানুষকে কিছু প্রচলিত ধারণার বাক্সে বন্দী করার এই অভ্যাস বেশিরভাগ সময়ই ‘অন্য’দের প্রতি এক অসহনীয়তার জন্ম দেয় যার উদাহারণস্বরূপ আমরা দেখতে পাই ইউরোপের চারদিকে প্রাচীর নির্মাণ করার এক প্রবণতা, যা আফগান, ইরাকি এবং সিরিয়ান শরণার্থীদের ইউরোপে ঢুকতে দেবে না।    

আমাদের এই অসহনীয়তার দাওয়াই হিসেবে লেভিনাস তিনটা বিষয়ের কথা উল্লেখ করেন:
১. মানুষের মধ্যকার অসীমতার প্রতি আবেদন,
২. মানুষের সাথে মানুষের মুখোমুখি সাক্ষাত এবং
৩.সেই স্বতঃস্ফূর্ত আতিথেয়তা যা মানবতাকে ধারণ করে।   

অসীমতা বলতে লেভিনাস বোঝাতে চেয়েছেন যে মানুষ সবসময়ই যেকোন শ্রেণীভিত্তিক বাক্সের চাইতে অনেক বেশি কিছু। আপনি মিডল্যান্ড থেকে আসা একজন ব্রিটিশ অ্যাংলিকান হতে পারেন, কিন্তু আপনি কেবল তা-ই নন। আপনি কারোর বাবা, কারোর ছেলে, কারোর স্বামী। আপনার চুলের রঙ কালো, চোখের রঙ বাদামী আর আপনার দাড়ি হাল্কা পেকে যাচ্ছে। আপনার রাজনৈতিক মতামত আছে, বিশ্বের শুরু কিভাবে হলো তা নিয়ে বিতর্কিত বিশ্বাস আছে ইত্যাদি। একইভাবে, একজন সিরিয়ান অভিবাসী হয়তো মুসলিম, কিন্তু তিনি কেবল তা-ই নন। তিনি আরো অনেক কিছু! তিনি কারোর মা, কারোর মেয়ে, কারোর স্ত্রী। তার চুলের রঙ কালো, চোখের রঙ বাদামি—তার চোয়াল ধারালো! তার নিজস্ব কিছু রাজনৈতিক মতামত আছে এবং মহাবিশ্বের শুরু কিভাবে হলো তা নিয়ে আছে বিতর্কিত বিশ্বাস ইত্যাদি। 

মানব সম্প্রদায়ের অস্তিত্বের পূর্বশর্তই হলো অন্যদেরকে স্বাগতম জানানো
প্রতীকী ছবি

মানুষের মধ্যের এই অসীমতার দিকে নজর এনে লেভিনাস আমাদেরকে দেখাতে চাচ্ছিলেন যে আমরা চিহ্নিতকরণ এবং পার্থক্যকরণের মাধ্যমে কখনোই অন্যদের পরিপূর্ণ কোন পরিচয় গঠন করতে পারিনা। মানুষের মনুষ্যত্বের অসীমতার দিকে আলোকপাত করার মাধ্যমে আমাদের অভিবাসী-আতংকের প্রবৃত্তি এবং মানুষকে বাক্সে আটকে রাখার প্রবণতাকে সাময়িক সময়ের জন্য হলেও থামিয়ে দিতে চান লেভিনাস। 

অন্য মানুষের মনুষ্যত্বের অসীমতা খুব স্পষ্টভাবে বোঝা যায় তাদের চেহারায়। মানুষের মুখ তাদেরকে বাক্সে বন্দি হতে দিতে নারাজ। লেভিনাস মানুষের অসীমতার কথা বলতে গিয়ে মানুষের চেহারায় ঈশ্বরের উপস্থিতির কথা বলেন। এর পাশাপাশি তিনি আরো বলেন যে মানুষের মুখ মানুষের আরেকটি দিকও প্রকাশ করে- নাজুকতা। মুখের কোন রাখঢাক নেই, মুখ উন্মুক্ত—আঘাতপ্রাপ্ত হতে পারে যেকোন সময়। মুখ সুরক্ষা খোঁজে, খোঁজে যত্ন। লেভিনাস অপরিচিত, বিধবা এবং এতিমকে বঞ্চিতদের উদাহারণ হিসেবে বিবেচনা করেন। আমরা এর সাথে সাথে আশ্রয়প্রার্থী এবং সংকটাপন্ন নির্বাসিতদেরও অন্তর্ভুক্ত করতে পারি চূড়ান্ত বঞ্চিতদের তালিকায়। তবে, নাজুকতা সম্পর্কে লেভিনাসের বিশ্লেষণ আমাদেরকে দেখায় যে তার মতে, অন্যের প্রয়োজনের সময় আতিথেয়তা প্রদান করা কেবল ব্যক্তিত্ব বিকাশেই সহায়তা করে না, বরং মানবতার এমন এক রূপ প্রকাশ করে যা সকল জাতি, ধর্ম, দেশের সীমানার উর্ধ্বে। 

লেভিনাসের মতে, আতিথেয়তা অর্থ অন্যের চাহিদার মুখে নিজের ভোগ কমিয়ে আনা। উদাহরণ হিসেবে বলা যায়, কাউকে আমাদের বাসায় স্বাগত জানিয়ে তার সাথে আমাদের যা আছে তা ভাগাভাগি করে নেয়া। অন্যদেরকে স্বাগত জানানো, তাদের প্রয়োজন ও আমাদের সক্ষমতা অনুযায়ী তাদের সাথে আমাদের যা আছে তা ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে নির্ধারিত হয় আমরা মানুষ হিসেবে কেমন। একটা ব্যক্তিনিষ্ঠতার আলোচনায় লেভিনাস এই ধারণাটা প্রকাশ করেন, যে আলোচনায় নিজ সত্তাকে বর্ণনা করা হয় একইসাথে হোস্ট এবং জিম্মি হিসেবে। আমরা অন্যদের জন্য হোস্ট, কারণ অন্যদেরকে আমাদের জগতে স্বাগত জানানো তাদের সাপেক্ষে আমাদের নিজেদের চিহ্নিতকরণ ও তাদের সাথে আমাদের পার্থক্যকরণের পূর্বশর্ত। এবং আমরা জিম্মি, কারণ অন্যরা আমাদের কাছে যে দাবি করে, সে দাবির প্রতি আমাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আমাদের ব্যক্তিগত পরিচয় নির্ধারিত হয়।  

যেমন, আপনার পরিচয় হলো আপনি একজন ইতালীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনার এই পরিচয় গঠিত হয়েছে অন্যদের শিক্ষার চাহিদাকে স্বীকার করে, সেই চাহিদার প্রতি আপনার প্রতিক্রিয়ার ফলে। একইভাবে, ধরে নেই একজন সিরিয়ান লোকের কথা যে শরণার্থী পাচারকারী হিসেবে পরিচিত। তার এই পরিচিতি হয়তো একজন নির্বাসিত ব্যক্তির নিরাপদে সমুদ্র পারাপারের চাহিদাকে স্বীকার করে সেই চাহিদার প্রতি তার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।  উদাহারনগুলো আমাদেরকে দেখায় যে মানবসমাজের যেকোন জায়গায় আমাদের স্থানের ভিত্তিই হলো অন্যদের প্রয়োজন মেটানোর এবং চাহিদার পূরণ করার সক্ষমতা। লেভিনাস আমাদেরকে আরো দেখান যে আতিথেয়তা কেবল নির্দিষ্ট কোন সম্প্রদায়ের মধ্যে আমাদের পরিচয় নির্ধারণেই ভূমিকা রাখেনা, বরং এটা মানবতার প্রতীকও।  এ হিসেবে, আতিথেয়তা মানব সম্প্রদায়ের ভিত্তি।   

বিভিন্ন মানব সম্প্রদায়ের অস্তিত্বের পূর্বশর্তই হলো অন্যদেরকে স্বাগতম জানানো।  তাদের সাথে আমাদের সম্পদ ভাগাভাগি করে নেয়ার সক্ষমতা। টোটালিটি অ্যান্ড ইনফিনিটি-তে লেভিনাস লিখেছিলেন, ‘অপরের সত্তাকে স্বীকার করার অর্থ হলো হলো ব্যক্তিমালিকানার এই দুনিয়ায় অন্যের দিকে এগিয়ে আসা এবং  উপহার প্রদানের মাধ্যমে একটা বন্ধুত্বপূর্ণ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা।’  

অন্যের চাহিদা যখন আমাদের পার্থিব আমোদ-প্রমোদে বাধ সাধে, তখন আতিথেয়তা আমাদেরকে দিতে শেখায়, ভাগাভাগি করে নিতে শেখায়। এছাড়া আতিথেয়তার মাধ্যমে তৈরি হয় এক নতুন ভাষা, যা আতিথেয়তা প্রদানকারী এবং গ্রহণকারী দুইজনেরই ভাষা। এভাবে আতিথেয়তা বন্ধুত্বপূর্ণ মানবসমাজ সৃষ্টি করে। লেভিনাস লিখেছেন যে, ভাষা সর্বজনীন কারন ভাষা একক ব্যক্তি থেকে সর্বসাধারণের কাছে যাওয়ার মাধ্যম—অর্থাৎ, যা আমার, তা অন্যকে দেয়ার মাধ্যম হলো ভাষা। আমরা যখন কথা বলি, আমরা পৃথিবীকে জনসাধারণের করে তুলি। ভাষা কেবল কিছু বিমূর্ত ধারণার প্রতি ইঙ্গিত করেনা, বরং ভাষা এ সকল ধারণাকে জনসাধারণের মধ্যে ছেড়ে দেয়—জনসাধারণের বোঝাপড়ার একটি ক্ষেত্রের ভিত্তি স্থাপন করে। এটা উপভোগের অবিচ্ছেদ্য এক বৈশিষ্ট্যকে ধ্বংস করে।   

আলোচনার জগত আর একজনের মধ্যে আটকে থাকে না—কেবল আমি আর আমার সংস্পর্শে আসা সব চিন্তা-ভাবনা, ধারণাতেই সীমাবদ্ধ থাকেনা এই জগত; বরং এতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমার অবদানটুকুও—এ জগত হয়ে ওঠে যোগাযোগের জগত, চিন্তাভাবনার জগত, সর্বজনীন জগত।  

সবার ব্যবহার্য একটি ভাষা তৈরি করা অবশ্যই মানব সম্প্রদায়ের ভিত্তি। কিন্তু এর পাশাপাশি, ভাষা আমাদেরকে অন্যদের চিহ্নিত করার এবং একইসাথে নিজেদেরকে তাদের থেকে আলাদা করার সুযোগও দেয়। এর ফল হিসেবেই দেখা যায় যে কেবল একটা অভাবগ্রস্ত মুখ না দেখে আমরা দেখি একটা ‘সিরিয়ান’ মুখ বা ‘মুসলিম’ মুখ। একটা মানব সম্প্রদায়ের ভিত্তি এই ‘অন্য’দের প্রশ্নও জিজ্ঞেস করে—যেখানে যেকোন মুখোমুখি সাক্ষাৎ অন্য কারোর মুখ দ্বারা বাধাগ্রস্ত হতে পারে।  অর্থাৎ, আমাদেরকে বলা হয় অন্য সকল মানুষের সাথে আমাদের সম্পদ ভাগ করে নিতে। লেভিনাস এই অনুরোধকে একইসাথে খুব জরুরি কিন্তু অসম্ভব একটি দায়িত্ব হিসেবে দেখেন, কারণ আমাদের যা আছে তা আমরা যে কাউকে দিতে পারলেও সবাইকে দেয়ার মতন পর্যাপ্ত পরিমাণ সম্পদ আমাদের নেই। আমরা এই অসম্ভব দায়িত্বের মুখোমুখি হলে,  তখন আমাদের ন্যায়বিচার প্রয়োজন হয়: সকল মানুষের মধ্যে সুশৃঙ্খল সংগঠন এবং সম্পদের বণ্টন। আবার এই পর্যায়ে আমরা সেই অপরিবর্তনশীল পরিচয় আর দৃশ্যমান সীমারেখা নিয়ে জাতিরাষ্ট্র গঠনের পরিকল্পনার কাছেই চলে আসি—যেখান থেকেই আলাপের শুরু হয়েছিল।     

যদিও মনে হচ্ছে যে আমরা ঘুরেফিরে সেই একই আলাপে এসে পৌঁছেছি, লেভিনাস আমাদেরকে শিখিয়েছেন যে অন্যদের প্রতি আমাদের দায়িত্বই মানব সম্প্রদায়ের ভিত্তি, আর একটা অর্থবহ পৃথিবীতে বসবাস করা কেবলমাত্র অন্যদের জন্য নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করার মাধ্যমেই সম্ভব। যেহেতু আমাদের ঘরে অন্যদের স্বাগত জানানো এবং তাদের সাথে আমাদের সম্পদ ভাগাভাগি করে নেওয়াই  সেই ভিত্তিপ্রস্তর যার উপর সব সম্প্রদায় গড়ে উঠেছে, নিপীড়িত বা বঞ্চিত মানুষের দুঃখ-কষ্টের সামনে কোনভাবেই কোন আতিথেয়তাহীন জাতীয়তাবাদকে নিরন্তর সমর্থন করা যাবেনা। ‘একই’ এবং ‘অন্য’-এর সম্পর্কের মধ্যে আমার ‘অন্য’কে স্বাগত জানানোটাই’, লেভিনাস বলেন, ‘চূড়ান্ত সত্য’। এটাই মানবতার আতিথেয়তা—বা, সব শত্রুতার আগে বিদ্যমান এক শান্তি। আর এই আদি শান্তিতে, শরণার্থীদের প্রতি খুব স্বতঃস্ফূর্ত এই আতিথেয়তার মাঝে, যেমনটা লেভিনাস মনে করিয়ে দেন, ‘কোনকিছুই কোনো একজনের দ্বারা নির্মিত হয়না, বরং, সবকিছুই মানুষের সামষ্টিক অবদানের প্রতিফলন।’   

ওয়েবসাইট এক্সেস করতে প্রবেশ অথবা রেজিস্টার বাটন এ ক্লিক দিন