আমাদের মূল্যবোধের মূল্য

হিউম্যান, অল টু হিউম্যান (১৮৭৮) গ্রন্থে ফ্রেডরিক নিৎশে লিখেছিলো ‘সকল দার্শনিকের ব্যর্থতার মূল উৎস হলো একটা জোরালো ইতিহাসবোধের ঘাটতি।’ দার্শনিকদের মধ্যে ইতিহাসবোধের ঘাটতি থাকার অভিযোগ নিৎশে তুলেছে, তা উনিশ শতকের কিছু চলতি প্রবণতারই প্রতিধ্বনি। আঠার শতককে যদি বলা হয় ‘দার্শনিক’ তবে তার তুলনায় উনিশ শতককে বলা চলে একটা ‘ঐতিহাসিক শতক।’ কেননা এই শতকে মানুষের যুক্তিবুদ্ধি […]