প্রাইভেসি আসলে কাদের জন্য?

উদারমনাদের মতে সরকারী নজরদারী একটি ভয়াবহ বিষয়। এ যেন সাইক্লপসের দৈত্যাকার চোখের মতো সর্বস্তরের মানুষের ওপর তার কড়া নজর বজায় রেখেছে। অন্যদিকে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা এর বিপরীতে কথা বলছে। চাইছে ব্যক্তির নিজস্ব পরিসর। ব্যক্তিগত গোপনীয়তা একজন ব্যক্তিকে ‘নিজ’ হয়ে ওঠার অধিকার দেয়। এডওয়ার্ড স্নেডেন এই প্রসঙ্গে ২০১৬ সালে বলেছিলেন ‘আপনি কি, পৃথিবীতে এটাকে নিজের […]